1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় খালে জাল পাতাতে গিয়ে মৎস্য শিকারী নিখোঁজ

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ Time View

 

গোপালগঞ্জ-পয়সারহাট খালে বাড়ীর অদূরে চরপাটা জাল পাতাতে গিয়ে নিখোঁজ হন বিপুল মন্ডল (৪০) নামক দুই সন্তানের জনক এক মৎস্য শিকারী। সে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া গ্রামের মৃত মতিলাল মন্ডলের ছেলে। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাল পাতানোর উদ্যেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি সে। এ ঘটনায় নিখোঁজের স্বজনেরা রয়েছে চরম উদ্বিগ্নে। জানা যায়, রাতে ঘরে না ফেরায় রোববার ভোরে তাকে খুঁজতে বের হয়ে বিপুলের নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারেন স্বজনেরা। তাছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মোবাইল ফোন সহ নৌকাটি পাশবর্তী ভুয়ারপাড় নামক এলাকা থেকে উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ এবং মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে তল্লাশী চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ বিপুলের কোন সন্ধান মিলেনি। এ ব্যাপারে ভুক্তভোগীর স্ত্রী মনি মন্ডল সাংবাদিকদের বলেন- কিছুদিন পূর্বে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের জাল ছিড়ে ফেলে ও কয়েকটি জাল চুরি করে নিয়ে যায়, তাছাড়া ফুল চার্জের মোবাইল ফোনটি বন্ধ অবস্থায় তার ব্যবহৃত সরঞ্জাম ও পোশাক নৌকায় পাওয়া গেছে, এতে সন্দেহ হয় আমার স্বামী বেঁচে আছে না মরে গেছে জানি না, আমি আমার স্বামীর সন্ধান চাই।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- নিখোঁজ বিপুলের স্বজনেরা থানায় অবগত করার পর ডুবুরী দ্বারা তল্লাশী চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category