1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

পঞ্চগড়রের আটোয়ারীতে আলোচিত ঘটনা মজিদা আক্তার কলিকে যৌতুকের জন্য অমানবিক নির্যাতন।

সুকুমার দাস বাবু পঞ্চগড় জেলা প্রতিনিধ
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২০৪ Time View

আটোয়ারী উপজেলার বোধগাঁও গ্রামে ঘটে যাওয়া ২৭শে মার্চ ঢাকা থেকে আসা স্বামীর অধিকার নিতে মাজিদা আক্তার কলিকে অমানুবিক ভাবে নির্যাতন চালাচ্ছে।

ঢাকা গাজীপুর থেকে আসা মাজেদা আক্তার কলি মুঠোফোনে জানায় ছেলের মা ও বোন মোছাঃ আনু আক্তার,বানু আক্তার,শাকিলা আক্তার ও বোন জামাই সকলে মিলে অমানবিক নির্যাতন করছে এবং বলছে তুমি যদি সংসার করতে চাও তাহলে যৌতুক বাবদ ১০ লক্ষ টাকা নিয়ে আসো।

যদি যৌতুক বাবদ ১০ লক্ষ টাকা দিতে না পার, তোমার প্রাপ্য দেনমোহরের টাকা বুঝে নিয়ে চলে যাও।যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে তোমার মোবাইল ফোন দিয়ে দাও, আর না হলে তোমার অবস্থা খুবই ভয়ানক হবে।এদিকে দুইদিন থেকে রোজা থাকায় ঠিকমতো খেতে দিচ্ছে না কেউ মাজেদা আক্তার কলিকে।

এ বিষয়ে স্থানীয় মেম্বার মোঃ কফিল উদ্দিনের সাথে কথা বললে তিনি বলে আমি তাদেরকে বলেছি সমাধান না হওয়া পর্যন্ত আপনারা কেউ কলির সাথে খারাপ আচরণ করবেন না। কিন্তু তার পরিবার, বন ও দুলাভাইয়েরা বিষয়টা মেনে নিতে চায় না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি বিষয়টি সমাধান করার জন্য।

এ বিষয়ে আটোয়ারী থানা অফিসার ইনচার্জ এর সাথে কথা বললে তিনি বলেন, এই বিষয়ে এখনো পর্যন্ত আমাকে কেউ লিখিত অভিযোগ দেয়নি, যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে আমি অবশ্যই আইনি সহায়তা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category