1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

দেশের ক্রান্তিকালে বারবার জনতার পাশে জিয়া পরিবার

মিনু রহমান খান পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৬৭ Time View

শনিবার (২৯ মার্চ) পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের মঙ্গল কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন

বাঙালী জাতির দিশাহারার সময়ই চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপর তিনি দেশ মাতৃকার প্রয়োজনে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পরেন এবং প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেন।’

তিনি বলেন, ‘১৯৭৫ সালে মুজিবুরকে হত্যা করা হলে সিপাহি-জনতার বিপ্লবে দেশের ক্রান্তিকালে আবার জনগণের পাশে এসে দাঁড়িছেলেন।

বাকশালী একদলীয় শাসন থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দেন।

একইভাবে খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান বিদেশে থেকেও দেশের ক্রান্তিকালে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন আগামীর বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ।’

মহান আল্লাহ পাকের কৃপায় জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আবার জেগে উঠেছে।’

তিনি বলেন, ‘শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই অপেক্ষায় রয়েছেন।’

উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে এই মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ স্বপন। সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, আবু হেনা মোস্তফা কামাল রেজা, আলতাব হোসেন খান, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি সাইদুল ইসলাম বুরুজ, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন, কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন
এবং
সদস্যসচিব লিখন সরকার,

প্রমুখ সহ বিভিন্ন অঞ্চল ভিত্তিক অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও অত্র এলাকার জনসাধারণ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category