1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

চিলমারী ব্রহ্মপুত্র নদে আসছে বিশ্বের প্রমোদতরি গঙ্গা বিলাস প্রস্তুতি চলছে

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ Time View

বাংলাদেশ -ভারতের মধ্যে চালু হওয়া বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’ ১৫ ফ্রেবুয়ারী আসছে কুড়িগ্রামের চিলমারী বন্দরে। তাই খনন করা হচ্ছে চিলমারী বন্দরের পন্টুন এলাকায় ব্রহ্মপুত্র নদের ১০০০ মিটার। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ খনন কাজ করছে। এতে খরচ হবে প্রায় তিন কোটি টাকা।
বিআইডব্লিউটিএ চিলমারী বন্দরের প্রধান পাইলট মাহবুবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদের নাব্যতা সঙ্কট দেখা দেওয়ায় বন্দরের পন্টুন শুকনো বালুচরে পড়ে যায়। তাই বন্ধ হয়ে যায় পন্টুনের ব্যবহার। যেহেতু বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’ চিলমারী বন্দরে আসবে তাই পন্টুনকে ব্যবহার উপযোগি করা হচ্ছে।
ব্রহ্মপুত্র নদের ১০০০ মিটার খননের মাধ্যমে বন্দরের পন্টুনকে ব্যবহার উপযোগি করা হচ্ছে। বুধবার বিকাল থেকে বন্দরের পন্টুনকে ব্যবহার সচল করেছি। গঙ্গা বিলাসে সফরকারীরা এই পন্টুন ব্যবহার করে চিলমারী বন্দরে অবস্থান করবে বলে জানান তিনি।
বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসন সুত্র জানায়, গত ১৩ জানুয়ারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই গঙ্গা বিলাসের উদ্বোধন করেন। ভারতের উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নদীপথে যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস। প্রমোদতরীর পুরো যাত্রার ৫০ দিনের মধ্যে ১৫ দিন কাটবে বাংলাদেশে। বর্তমানে এই প্রমোদতরীটি বাংলাদেশে রয়েছে। গঙ্গা বিলাস বাংলাদেশে এক হাজার ১০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিচ্ছে।গঙ্গা বিলাস বাংলাদেশের বাগেরহাট, হাড়বাড়িয়া, কটকা, মোরলগঞ্জ, বরিশাল, ঢাকা, সোনারগাঁও, টাঙ্গাইল, মেঘনাঘাট, সিরাজগঞ্জ, বাহাদুরাবাদ হয়ে চিলমারী বন্দরে আসবে ১৫ ফেব্রুয়ারী। এখান থেকে ভারতের আসামের উদ্দেশ্যে রওনা দিবে ১৭ ফেব্রুয়ারী। এরপর আসামের ধুবরি, গুয়াহাটি, তেজপুর হয়ে যাবে ডিব্রুগড়। সেখানেই যাত্রা শেষ হবে গঙ্গা বিলাসের।
ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে আসাম, গঙ্গা হয়ে ডিব্রুগড় পর্যন্ত ৩২০০ কিলোমিটার দীর্ঘ জলপথে চলছে বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’। নৌবিহারে অংশ নেওয়া পর্যটকেরা ঐতিহাসিক স্থাপত্য ও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। ‘গঙ্গা বিলাস’ জাহাজের দৈর্ঘ্য ৬২.৫ মিটার এবং প্রস্থ ১২.৮ মিটার।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান জানান, ‘গঙ্গা বিলাস’ চিলমারী বন্দরে আসছে তাই নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। বিশ্বের দীর্ঘতম এই নৌবিহারে সফরকারী পর্যটকদের দেওয়া হবে অভ্যর্থনা। পর্যটকেরা রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবনে। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ১৭ ফেব্রুয়ারী গঙ্গা বিলাস চিলমারী বন্দর থেকে আসামের উদ্দেশ্যে রওনা দিবে বলে জানান ইউএনও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category