১৫ ই মার্চ ২০২৫ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দী বাজার জামে মসজিদে দুটি এসি স্থাপন করা হয়। পর্যায়ে ক্রমে আরও ৫ টি মসজিদে এসি স্থাপন করা হবে।
ভাজন্দী প্রবাসী কল্যাণ পরিষদের যে সকল সদস্যবৃন্দ আর্থিকভাবে সহযোগিতা করেছেন তারা হলেন ঃ-
১.শাহিদুল মুন্সী
২.অহিদুল মুন্সী
৩.মনির মুন্সি
৪.সোহেল মুন্সী
৫.সুমন মুন্সি
৬.তুহিন মুন্সী
৭.রেজাউল মুন্সি
৮.আসলাম মুন্সী
৯.নুরুজ্জামান মুন্সী
১০.সিয়াম মুন্সী
১১.রাব্বি শেখ
১২.জামাল শেখ
১৩.লাভলু মোল্লা ও অন্যান্য
১৪.জাকির শেখ
১৫.সিটন শেখ
১৬.ইমন মোল্লা
১৭.আনোয়ার হোসেন
১৮.আসলাম খন্দকার
১৯.কুমকুম ফকির
২০.আহাদুল ফকির
২১.সম্রাট শেখ
২২.লিটন শেখ
২৩.জাহিদুল শেখ
২৪.মোরাদ ঠাকুর
২৫.ইমরান ঠাকুর
২৬.হাসান মোড়ল
২৭.বদিয়ার মোড়ল
২৮.ফজিজুল মোড়ল
২৯.আয়নাল হক
৩০.সাজ্জাদ হোসেন
৩১.শিকদার রাসেল
৩২. আসাদুজ্জামান( জামান, রইস উদ্দিন রুবেল, মানিক,হান্নান শেখ
৩৩.কাজী রবিউল ইসলাম
৩৪. বুলবুল শেখ
৩৫.সানবির আহমেদ হানিফ মাতুব্বর
৩৬.আল আমিন মোড়ল
৩৭.আকিব মোড়ল
৩৮. সাইদুল ইসলাম
৩৯. আকাশ
৪০. হিরু মুন্সী
৪১. ফারুক মির বিশেষ অতিথি
৪২. হাসান মুন্সী
৪৩. নুরু খন্দকার
৪৪.রেক্সোনা আক্তার ফকির
৪৫. লিটন শেখ
অফিস সূত্রে মশিউর রহমান জানিয়েছে যে, মুন্সিপাড়া জামে মসজিদ, আদর্শ পাড়া জামে মসজিদ এই দুই মসজিদের এ সি স্থাপন দুই মাসের মধ্যে সম্পর্ক হবে বলে জানিয়েছেন। বাকি মসজিদগুলো উত্তরপাড়া জামে মসজিদ, ফকিরপাড়া জামে মসজিদ ও মোড়ল পাড়া তবারকান্দি জামে মসজিদের এ সি স্থাপনের কাজ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।