গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম জানান, “বাটিকামারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সন্তোষজনক ফলাফল ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ঐতিহ্যবাহী এ কলেজের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”
গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. কাজী আবুল খায়ের, সদস্য ডা. এ বাবর, এ্যাড. এম এ সেলিম, এ্যাড. তৌফিকুল ইসলাম,
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি’র সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল হক দারা, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সুজন সিকদার, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. ওহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
এছাড়াও মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ এবং সাধারণ সম্পাদক শরিফুল রোমান তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।