1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

সাতক্ষীরা সরকারি কলেজে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আহাজ উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৩ Time View

সাতক্ষীরা সরকারি কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ওরিয়েন্টেশন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আল মুস্তানছির বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজটির শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সরকারি কলেজের সাবেক নির্বাচিত জিএস মকসুমুল হাকিম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা প্রমূখ।

নতুন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, একাদ্বশ শ্রেণির নবাগত শিক্ষার্থী শেখ মাহফুজুর রহমান, তাছলিম চৌধুরী, প্রত্যাশা বন্দ্যোপাধ্যায়, মেহেরিন আফরোজ প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ওলিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি তিনি তার কলেজ জীবনের স্মৃতিচারণ করে বলেন, তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছো তারা খুবই ভাগ্যবান। এই কলেজের উদ্বোধক ছিলেন বিশ্বনন্দিত একজন মহান ব্যক্তি। তিনি হলেন, খান বাহাদুর আহছান উল্লাহ (রহঃ)। সাতক্ষীরা সরকারি কলেজটি একটি পবিত্র স্থান। তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category