1. b71newstv@gmail.com : Moshiur Rahman : Moshiur Rahman
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:২১ অপরাহ্ন

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মহাপরিচালকের সাথে শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণের মত বিনিময় সভা অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৯৯ Time View

 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মহাপরিচালকের সাথে গোপালগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাগণের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ মতবিনিময় সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মোঃ সাখাওয়াৎ হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক (সিপিই) মোঃ আব্দুল হালিম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ জোসনা খাতুন, নির্বাহী ম্যাস্ট্রেট রাসেল মুন্সী সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাগণ।

মহাপরিচালক মোঃ সাখাওয়াৎ হোসেন সভায় প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে সপ্তাহে দুইদিনের পরিবর্তে পাঁচ দিন ইংরেজি বিষয়ে পাঠদানের ব্যবস্থা রাখা সহ মানসম্মত পাঠ দানের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। শ্রেণিকক্ষে বোর্ডের লেখা যথা সম্ভব বড় ও পরিষ্কার হতে হবে। যেন সকল শিশু বোর্ডের লেখা সুন্দরভাবে দেখতে পায়। শ্রেণিকক্ষে কোন প্রক্সি শিক্ষক পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশ্বসেরা শিশু তৈরি করতে কার্যকর পদক্ষেপ নেওয়া, প্রতিটি ছাত্র-ছাত্রীর পাস নম্বর ৩৩ মাথায় রেখে ৮০% এর ওপরে পাওয়ার বিষয় পরিকল্পনায় রেখে তাদেরকে শেখাতে হবে। এছাড়াও এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অর্থে সকল শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য হিসেবে গড়ে তোলার বিষয়ে অধিক মনোযোগী হওয়ার নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category